বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ‘জাগোনিউজ২৪.কম’-এর বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু। প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হয়েছেন।
Advertisement
আজ ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টায় বিএসজেএ’র ২০তম দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এটিএম সাইদুজ্জামান।
সভা শেষে ২০২৫-২৬ সালের নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজেএ’র সিনিয়র সদস্য মোঃ শফিকুল করিম সাবু। কার্যনির্বাহী পরিষদের ১৩ পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
নির্বাচিতরা হলেন-সভাপতি আরিফুর রহমান বাবু (জাগোনিউজ২৪.কম), সহ-সভাপতি রায়হান আল মুঘনি (বাংলাদেশ টেলিভিশন), বর্ষণ কবির (এনটিভি), আরিফুল ইসলাম রনি (বিডিনিউজ২৪.কম); সাধারণ সম্পাদক এসএম সুমন (বৈশাখী টেলিভিশন), যুগ্ম সম্পাদক আরাফাত জোবায়ের (ঢাকা পোস্ট), অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন)।
Advertisement
নির্বাহী সদস্যের ৬ পদে নির্বাচিত হয়েছেন-মাজহার উদ্দিন অমি (ফ্রিল্যান্সার), জ্যোতির্ময় মণ্ডল (দৈনিক যুগান্তর), রবিউল ইসলাম (বাংলা ট্রিবিউন), ইয়াসিন হাসান রাব্বী (রাইজিং বিডি), আতিফ আজম (দ্য ডেইলি সান), মোঃ মাঝহারুল ইসলাম মিথুন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)।
সভাপতি পদে নির্বাচিত আরিফুর রহমান বাবুর জন্ম ১৯৬৫ সালের ডিসেম্বরে। পুরান ঢাকার নারিন্দা ও শ্যামবাজার এলাকায় বেড়ে ওঠা আরিফুর রহমান বাবুর স্কুলজীবন কাটে সেন্ট গ্রেগরী হাই স্কুলে। শিক্ষাজীবনে পরবর্তীতে কবি নজরুল কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেন তিনি।
ছোটবেলা থেকেই ঢাকাইয়া খেলাধুলায় প্রবল আগ্রহ থেকে ১৯৯২ সালে শুরু সাংবাদিকতা জীবন। স্বনামধন্য দৈনিক জনকণ্ঠের সূচনালগ্ন থেকে কাজ করা ৭ জন রিপোর্টারের একজন তিনি।
২০০৫ সালে দৈনিক সমকালের যাত্রা শুরুর সময়েও সঙ্গী ছিলেন তিনি। পরে জনকণ্ঠে ফিরে কাজ করেন ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রায় দেড় যুগের এই অধ্যায়ে বিশেষ সংবাদদাতা ও ডেপুটি স্পোর্টস ইনচার্জের দায়িত্ব পান তিনি।
Advertisement
২০১০ সালের শেষ দিকে দৈনিক সকালের খবরে ডেপুটি স্পোর্টস হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত কাজ করে তিনি ইতি টানেন প্রিন্ট মিডিয়া ক্যারিয়ারের। ২০১৬ সালের জুনে জাগো নিউজে বিশেষ সংবাদদাতা হিসেবে যোগদান করে অদ্যবধি দায়িত্ব পালন করছেন তিনি।
প্রায় তিন যুগের সাংবাদিকতা ক্যারিয়ারে দেশের বাইরে ৪টি (১৯৯৬, ১৯৯৯, ২০০৩ ও ২০১৯) ওয়ানডে বিশ্বকাপসহ সব মিলিয়ে ৯টি আইসিসি টুর্নামেন্ট কাভার করেছেন আরিফুর রহমান বাবু।
এছাড়া ১৯৯৭ সালে কুয়ালালামপুরের দেশের ক্রিকেটের ঐতিহাসিক আইসিসি ট্রফি জয়, ২০০০ সালের দেশের ইতিহাসের প্রথম টেস্টসহ অসংখ্য কীর্তি ও অর্জনের সাক্ষী আরিফুর রহমান বাবু।
সময়ের অন্যতম সিনিয়র ও সক্রিয় ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু ১৯৯৪ সালে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থার (বিএসজেএ) সাধারণ সদস্য হন। ২০০৩ সালে প্রথম বিএসজেএর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন তিনি।
এরপর পাঁচবার পেশাদার ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এবার প্রথম তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছে বিএসজেএ।
এমএমআর/জিকেএস