আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে আগামীকাল শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগসহ সারাদেশে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
Advertisement
এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, শনিবার বিকেল ৩টায় শাহবাগে এই গণজমায়েত হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় যেসব পয়েন্টে গণজমায়েত ছিল আগামীকালও সেসব পয়েন্টে গণজমায়েত হবে।
তিনি বলেন, আমাদের শাহবাগের অবস্থান কোনো দলের না এটা জুলাই জনতার। আওয়ামী লীগের সময়ে যারা জুলুমের শিকার, পিলখানার হত্যাযজ্ঞ, শাপলা হত্যাযজ্ঞ, খুনসহ সব নির্যাতনের শিকার হওয়াদের নিয়ে সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে গণজমায়েত হবে।
আরও পড়ুন
Advertisement
এসময় এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে শাপলা, পিলখানাসহ প্রতিটি হত্যাযজ্ঞের বিচার করতে হবে। দেশের মানুষের ওপরে গণহত্যার দায় চাপিয়ে দিয়েছিল তাদের দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। অবশ্যই ট্রাইব্যুনালে দলগতভাবে আওয়ামী লীগের বিচারের ধারা আনতে হবে। আমরা জুলাই ঘোষণা চাই।
তিনি বলেন, আর গড়িমসি না করে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। দাবি আদায় না হলে দিনের পর দিন থাকতে হতে পারে প্রতিটি পয়েন্টে। তবুও আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া ঘরে ফিরবো না। শাহবাগে আমাদের অবস্থান কোনো দলের না, এটা জুলাই জনতার।
ইএআর/এএএইচ/এমআইএইচএস
Advertisement