স্বাস্থ্য

প্রয়াত তিন চিকিৎসকের স্মরণে সভা

প্রয়াত তিন চিকিৎসকের স্মরণে সভা

প্রয়াত তিন চিকিৎসকের স্মরণে সভা করেছেন সতীর্থ ও উত্তরসূরি চিকিৎসকরা। শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় প্রয়াত রোটারিয়ান ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস (রাজশাহী ক্যানসার হাসপাতালের প্রতিষ্ঠাতা), অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী (চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বারডেমের ল্যাবরেটরি সায়েন্সের সাবেক পরিচালক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক) এবং অধ্যাপক ডা. টি এ চৌধুরীর (সর্বজনশ্রদ্ধেয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ) বিদেহী আত্মার জন্য প্রার্থনা ও তাদের স্মরণে আলোচনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা ও প্রারম্ভিক বক্তব্য রাখেন কমিউনিটি অনকোলজি সেন্টারের ট্রাস্টি ও বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক সারিয়া তাসনিম, বিশিষ্ট প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারের নারী অধিকার সংস্কার কমিশনের সদস্য ড. হালিদা হানুম আখতার, দেশের পথিকৃৎ পেলিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নেজাম উদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ুন কবীর, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল ও অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন অধ্যাপক মলয় কুমার মৃধা।

Advertisement

আরও পড়ুন ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে যা জানালো ভারত  কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন অভিনেতা জাভেদ 

এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর সহধর্মিণী কামনা চৌধুরী, ডা. প্যাট্রিক বিশ্বাসের কন্যা ডা. ইপ্সিতা বিশ্বাস ও জামাতা ডা. অভি চক্রবর্তী, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার, অপরাজিতা সোসাইটি এগেইনস্ট ক্যানসারের চেয়ারপারসন তাহমিনা গাফফার, সিওসির ট্রাস্টি রোটারিয়ান শাহানা আলম, সাংবাদিক ও লেখক আসিফ নবী, সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশনের সম্পাদক জাহান এ গুলশান শাপলা, হারমনি ট্রাস্টের শাহিদা ইলোরা, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সাংবাদিক হাসান মিসবাহ, রোটারিয়ান সৈয়দ আফতাবুজ্জামান, ডা. রিনা পাল প্রমুখ।

বক্তারা তিন চিকিৎসকের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। তাদের আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ক্যানসার প্রতিরোধে তিন প্রয়াত চিকিৎসকের অবদান উল্লেখ করে তাদের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণের ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে প্রতিবছর অধ্যাপক শুভাগত চৌধুরী স্মারক বক্তৃতামালা আয়োজন ও তার অপ্রকাশিত রচনাবলী প্রকাশ, ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাসের উদ্যোগে প্রতিষ্ঠিত রাজশাহী ক্যানসার হাসপাতাল সম্প্রসারণে সহযোগিতা ও বয়স্কদের জন্য পরিকল্পিত সেবাকেন্দ্র চালু করতে সহায়তা করা।

তিনি আরও বলেন, সিওসি ট্রাস্ট ও স্তন ক্যানসার সচেতনতা ফোরাম প্রয়াত সদস্যদের স্মরণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। যারা মানবকল্যাণে অসামান্য অবদান রেখেছেন, তাদের স্মরণ ও সম্মাননা উত্তরসূরিদের কর্তব্য।

Advertisement

অনুষ্ঠান আয়োজন করে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম। সহযোগিতা করে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ।

এসইউজে/কেএসআর/জিকেএস