বিনোদন

‘গোলাপের নাম’ নিয়ে আসছে মেঘদল

‘গোলাপের নাম’ নিয়ে আসছে মেঘদল

অন্তর্জালে আসছে জনপ্রিয় ব্যান্ড মেঘদলের নতুন গান। এ গানের শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। এ গানের কথা ও সুর শিবু কুমার শীলের।

Advertisement

মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল জাগো নিউজকে জানান, গানটি প্রকাশ হবে ভিডিওচিত্রে। গানটি আজ ১৮ এপ্রিল প্রকাশ হবে।

তিনি আরও জানান, ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। ‘গোলাপের নাম’সহ মোট ৭টি গান প্রকাশ হচ্ছে। বাকি তিনটি গান এ বছরই প্রকাশ করবে মেঘদল। ‌

সর্বশেষ হাওয়া চলচ্চিত্র দিয়ে মেঘদল দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরে আসে। ‘এ হাওয়া’ শিরোনামে গানটি শ্রোতাদের মন জয় করেছে।

Advertisement

মেঘদলের বর্তমান সদস্য হিসেবে আছেন শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এমজি কিবরিয়া (বেইস), তানভির দাউদ রনি (কিবোর্ড), সৌরভ সরকার (বাঁশি, ক্ল্যারিনেট, স্যাক্সোফোন)।

এমআই/এলআইএ/জিকেএস