দেশজুড়ে

কালকিনিতে ডোবার পানিতে প্রাণ গেলো শিশুর

কালকিনিতে ডোবার পানিতে প্রাণ গেলো শিশুর

মাদারীপুরের কালকিনিতে ডোবার পানিতে ডুবে মোমিন সরদার (৪) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

মোমিন সরদার ওই গ্রামের ইতালি প্রবাসী সবেল সরদারের ছেলে।

পুলিশ, স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠানে একা খেলছিল মোমিন। কোনো এক সময় বাড়ির পাশে ডোবায় পড়ে যায় সে। পরিবারের লোকজন মোমিনকে উঠানে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে ডোবা থেকে মোমিনকে উদ্ধার করা হয়। স্বজনরা তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, পানিতে ডুবে শিশুর মারা যাবার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস