জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আমি-তুমি আর ডামি, এমন নির্বাচন যাতে দেশে আর না হয় সেজন্য সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই পারে দেশে ন্যায়-ইনসাফ কায়েম করতে।
Advertisement
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুর মুসলিম মিশনের মিলনায়তনে দিনব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন হলো সেই পদ্ধতি যার মাধ্যমে জনগণ তাদের পছন্দমতো প্রতিনিধি বাছাই করতে পারেন। প্রতিনিধি বাছাই যদি সঠিক না হয় তাহলে গণতন্ত্র ধ্বংস হবে এবং ফ্যাসিবাদ কায়েম হবে। বিগত ১৫ বছরের তিনটি নির্বাচন সুষ্ঠু না হওয়ায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল।
তিনি আরও বলেন, বিগত নির্বাচনে আমরা কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করেছি। ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন প্রতিনিধি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এভাবেই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের নির্বাচন ছিল রাতের ভোটের নির্বাচন। যা পৃথিবীর ইতিহাসে অভিনব। সর্বশেষ ২০২৪ এ নির্বাচন ছিল আমি-তুমি আর ডামির ভাগাভাগির নির্বাচন।
Advertisement
তিনি বলেন, বর্তমানে দেশের জনগণের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ফ্যাসিবাদের বিচারসহ সুষ্ঠু নির্বাচনের জন্য আকাঙ্ক্ষার সঙ্গে জামায়াতে ইসলামীও সহমত পোষণ করে। ৫৪ বছরের জঞ্জাল মুক্ত করে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীনের সঞ্চালনায় কর্মশালায় ফরিদপুর অঞ্চলের শতাধিক জামায়াত নেতাকর্মী অংশ নেন।
এন কে বি নয়ন/এমএন/জিকেএস
Advertisement