দেশজুড়ে

আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি চাটমোহর লেভেলক্রসিং অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement

পাকশী বিভাগীয় প্রকৌশলী (ডিএন-২) বীরবল মণ্ডল জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টা ১০ মিনিটের দিকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়া চাটমোহর স্টেশনে অপেক্ষমাণ বনলতা এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত রেললাইনে সতর্কতার সঙ্গে ট্রেন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা ৩৭ মিনিটে চাটমোহর রেলস্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ‘ড’ বগি লাইনচ্যুত হয়ে পুনরায় লাইনে উঠে যায়। এতে রেললাইন ফেটে যায় এবং ‘ড’ বগির চাকা ক্ষতিগ্রস্ত হয়। এসময় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শেখ মহসীন/জেডএইচ/জেআইএম