আইন-আদালত

হাইকোর্টের ৪৮ বেঞ্চ পুনর্গঠন

হাইকোর্টের ৪৮ বেঞ্চ পুনর্গঠন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী রোববার থেকে এসব বেঞ্চে মামলার শুনানি গ্রহণ, আদেশ ও রায় ঘোষণা করা হবে।

Advertisement

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনউচ্চ আদালতে ন্যায়বিচার হলে আরাভ খান খালাস পাবেন, আশা আইনজীবীরবিচার বিভাগের সংস্কার শিগগির শুরু: রিজওয়ানা হাসান

আদেশে বলা হয়, আগামী রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বিচারকাজ পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হলো। এই ৪৮ বেঞ্চের মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ১৮টি একক বেঞ্চ রয়েছে।

এফএইচ/কেএসআর/জেআইএম

Advertisement