শিক্ষা

পিএসসিতে চাকরিপ্রার্থীদের ‌‘ব্লকেড’, সেনাবাহিনীর ধাওয়া

পিএসসিতে চাকরিপ্রার্থীদের ‌‘ব্লকেড’, সেনাবাহিনীর ধাওয়া

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আজও বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। বিকেলে অফিস সময় শেষে কর্মকর্তাদের অবরুদ্ধ করতে প্রতিষ্ঠানটির ফটকে অবস্থান নেন তারা।

Advertisement

তবে সেনাবাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পিএসসি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

চাকরিপ্রার্থীরা জানান, পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পিএসসি ব্লকেড কর্মসূচি ছিল তাদের। বৃষ্টির কারণে তারা দুপুর ১টা থেকে কর্মসূচি শুরু করেন। বিকেলে অফিস টাইম শেষে তারা প্রধান ফটকে অবস্থান নিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিএসসি না ছাড়ার ঘোষণা দেন।

এদিন বিকেল পৌনে ৬টার দিকে সেনাবাহিনীর সদস্যরা চাকরিপ্রার্থীদের ধাওয়া দেন। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Advertisement

আরও পড়ুনমে মাস থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা চবির ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, বিশেষ অভিযান চলছে: সেনাবাহিনী 

আশিক হোসেন নামে এক চাকরিপ্রার্থী জাগো নিউজকে বলেন, আমরা বৃষ্টিতে ভিজে দুপুরে অবস্থান কর্মসূচি শুরু করি। কিন্তু শুরু থেকেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আমাদের নানান ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন। বিকেলে যখন প্রধান ফটকে অবরোধ করা হয়, তখন তারা আমাদের ওপর চড়াও হয়। বাধ্য হয়ে চাকরিপ্রার্থীরা সেখান থেকে সরে যান।

পিএসসির কর্মকর্তারা জানান, প্রার্থীদের দাবির মুখে পিএসসি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে ৪৭তম বিসিএসের তারিখ পেছানো, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের সুবিধার্থে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত রাখা অন্যতম। এগুলোর বাইরে আর নতুন করে দাবি মানা সম্ভব নয়। ফলে পিএসসি এখন কঠোর অবস্থানে। ঘোষিত ৮ মে থেকে পিএসসি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু করবে।

জানা যায়, গতকাল বুধবার সকালে চাকরিপ্রার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে স্মারকলিপি জমা দেন। তার আগে মঙ্গলবার রাতে তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁও পিএসসি ভবনের সামনে থেকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত যান। সেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

এএএইচ/কেএসআর

Advertisement