জাতীয়

৯৯৯-এ ফোনকল, ৩ কাঠবিড়ালি শাবক উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর

৯৯৯-এ ফোনকল, ৩ কাঠবিড়ালি শাবক উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে উদ্ধার করা হয়েছে কাঠবিড়ালির তিনটি শাবক। পরবর্তীসময়ে সিলেট বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে শাবক তিনটি হস্তান্তর করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আনোয়ার সাত্তার বলেন, গতকাল বুধবার সিলেটের মোগলাবাজার থানার শ্রীরামপুর থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে তিনটি বন্যপ্রাণীর শাবক পাওয়া গেছে। শাবক তিনটি কীসের তা তিনি নিশ্চিত নন। কলার বলেন, শাবকগুলো দ্রুত উদ্ধারের ব্যবস্থা না নিলে চুরি হতে পারে অথবা বখাটেরা ঢিল ছুড়ে ক্ষতি করতে পারে। তিনি শাবকগুলো দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

আরও পড়ুন রফিকুল আমীনের বিরুদ্ধে ডেসটিনির বিনিয়োগকারীদের বিক্ষোভ  বাংলাদেশি পণ্যে বছরে ১ বিলিয়ন ডলারের বেশি শুল্ক পায় যুক্তরাষ্ট্র 

কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্লাবন দেব। প্লাবন দক্ষিণ সুরমা থানা পুলিশকে শাবকগুলো দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। একই সঙ্গে সিলেট বনবিভাগকেও জানান।

Advertisement

পরবর্তীসময়ে কলার ও উদ্ধার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই বি এম আমানত।

৯৯৯ থেকে খবর পেয়ে মোগলাবাজার থানার একটি দল শাবক তিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীসময়ে সিলেট বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে সেগুলো হস্তান্তর করা হয়। রেঞ্জ কর্মকর্তা শাবক তিনটি কাঠবিড়ালির বলে নিশ্চিত করেন। তবে স্থানীয়ভাবে কাঠশিয়ালও বলেন কেউ কেউ। কেআর/কেএসআর/জিকেএস