চীন ও রাশিয়ার বাণিজ্যযুদ্ধের মধ্যেই বিশ্ববাজারে সোনার দাম আরও বেড়েছে। প্রতি আউন্স সোনার দাম বেড়ে তিন হাজার ৩৫৭ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
Advertisement
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের মন্তব্যের পরই সোনার দাম বেড়ে যায়। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে প্রবৃদ্ধির ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের ঝুঁকি দেখা দিতে পারে।
অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীদের জন্য মূল্যবান ধাতুটিকে একটি নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।
তাছাড়া বুধবার (১৬ এপ্রিল) শিকাগোর ইকোনমিক ক্লাবে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রত্যাশার চেয়ে বেশি শুল্কের ফলে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে ও ভোক্তাদের জন্য মূল্যবৃদ্ধি পেতে পারে।
Advertisement
এদিকে চীনা পণ্যের ওপর শুল্ক আরও ১০০ শতাংশ বাড়িয়ে ২৪৫ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে চীন মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুরুতে ট্রাম্প চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করলেও গত সপ্তাহে এক লাফে ৩৪ শতাংশ ও পরে আরও ৫০ শতাংশ বাড়িয়ে দেন। ফলে মোট শুল্কের হার দাঁড়ায় ১০৪ শতাংশে। এরপর যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরে ৮৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে চীন। এরপরে চীনা পণ্যের ওপর শুল্ক আরও ২১ শতাংশ বাড়ায় যুক্তরাষ্ট্র।
পরে গত ১০ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেন। এর আগে বুধবার ৯ এপ্রিল চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ১০ এপ্রিল মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৪ থেকে ৮৪ শতাংশ করার একদিন পরই মার্কিন পণ্যে নতুন করে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে চীন।
সূত্র: বিবিসি
Advertisement
এমএসএম