রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসা থেকে আরাফাত হোসেন খান (৩৫) নামের এক হোমিও চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
আরাফাত হোসেনের বাবা গোলাম হোসেন বলেন, আমার ছেলে হোমিও চিকিৎসক। বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল সে। এক মাস আগেও তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আজ (বৃহস্পতিবার) সকালে রুমে তার কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে দেখি ফ্যানের সঙ্গে গলায় রশি লাগিয়ে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, ধানমন্ডি এলাকা থেকে এক হোমিও চিকিৎসককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
এমআইএইচএস/এমএস
Advertisement