দেশজুড়ে

ঝিনাইদহে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল

ঝিনাইদহে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল

ঝিনাইদহের ফতেপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সন্ন্যাসী, সাধক, পুণ্যার্থী ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে পূজা প্রাঙ্গণ। পূজা উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা।

Advertisement

বুধবার (১৬ এপ্রিল) মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ চত্বরের পাশে এ পূজা ও মেলার আয়োজন করা হয়।

শত বছর ধরে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ফতেপুর গ্রামে চড়ক পূজার আয়োজন হয়ে আসছে। বৈশাখের প্রথম সপ্তাহে দিনব্যাপী এ পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে বসে গ্রামীণ মেলা। পূজায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোরসহ বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। এছাড়া অন্য ধর্মাবলম্বীর দর্শনার্থীরাও পূজা দেখতে যান।

সৌমেন হালদার নামে এক দর্শনার্থী বলেন, বাবা-ঠাকুরদের কাছে শুনেছি, শত বছরের বেশি সময় ধরে ফতেপুরে চড়ক পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে সন্ন্যাসী, পুণ্যার্থী ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয় পূজা প্রাঙ্গণ।

Advertisement

আয়োজক কমিটির সদস্য বিপ্লব কর্মকার বলেন, চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর চড়ক পূজার আয়োজন করা হয়। শত বছরের ঐতিহ্য আমাদের। চড়ক পূজার মাধ্যমে শিবের আরাধনা করা হয়। এটি সনাতন ধর্মাবলম্বীরা প্রাচীন কাল থেকে পালন করে আসছে।

শাহজাহান নবীন/জেডএইচ/জিকেএস