দেশজুড়ে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে মৌলভীবাজারে সড়কে অবস্থান করে বিক্ষোভ করছে এনসিপি ও ছাত্র-জনতা।

Advertisement

শনিবার (১০ মে) দুপুর ১টা থেকে জাতীয় নাগরিক পার্টি ও সর্বদলীয় ছাত্র-জনতার ব্যানারে শহরের প্রেস ক্লাব পয়েন্টে জাতীয় পতাকা নিয়ে অবস্থান নেন তারা।

এর আগের দিন মৌলভীবাজার শহরের চৌমুহনা পয়েন্ট অবরোধ করে রাখেন এনসিপি, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের আন্দোলনকারীরা।

এতে সড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। পরে সেনাবাহিনী এসে যান চলাচল স্বাভাবিক করে। এসময় বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবি জানান।

Advertisement

মৌলভীবাজার শহর ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ বলেন, আমরা দেখছি, গণঅভ্যুত্থানের দীর্ঘ ৮ মাস অতিবাহিত হওয়ার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো কার্যকলাপ চোখে পড়ার মতো নেই। আমরা দেখতে পাই, আমাদের চোখের সামনে দিয়ে বিগত সরকারের খুনিরা বিদেশে চলে যাচ্ছেন। প্রশাসনের ভাইয়েরা বসে বসে নাটক সাজাচ্ছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই-আগস্টে যে অভ্যুত্থান ছাত্র-জনতা করেছিল, এখনো সেই ছাত্র-জনতা ঘরে ফিরে যায়নি।

জাতীয় নাগরিক পার্টির সদস্য শাহীন ইকবাল বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশের মাটিতে কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না। তাদের নিষিদ্ধ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে।

ওমর ফারুক নাঈম/জেডএইচ/জেআইএম

Advertisement