ক্যাম্পাস

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনরায় এমসিকিউ পরীক্ষা ১৭ মে

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনরায় এমসিকিউ পরীক্ষা ১৭ মে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পুনরায় এমসিকিউ পরীক্ষা আগামী ১৭ মে নেওয়া হবে। এদিন বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আদালতের নির্দেশে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্যই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে।

অন্যদিকে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ফলাফল ১৭ এপ্রিল বেলা ১১টায় প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীরা ১৯ এপ্রিল পর্যন্ত তাদের বিস্তারিত ফরম পূরণ এবং বিষয় পছন্দক্রম নির্ধারণ করতে পারবেন।

এমআইএইচএস/জিকেএস

Advertisement