রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
Advertisement
শুক্রবার (৯ মে) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুনসংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতারগ্রেফতাররা হলেন- নুর উদ্দিন (২৯), নাঈম (২৫), জুম্মন (২১), কোরবান (২৯), ইউসুফ (৩৬), আব্দুল মতিন (৩২), সিয়াম (২৪), শহীদ (৪০), সুজন (২০), আশিক (৩৫), শরিফ (৩৪), সাগর হোসেন (৩৭), হেলাল কবির (৩৩), আসিফ (২৭), রাব্বি আল-আমিন ওরফে বাবু মাল (১৯) ও ফিরোজা বেগম জোলি।
Advertisement
তাদের মধ্যে পেশাদার মাদককারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন।
গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এসি এ কে এম মেহেদী হাসান।
কেআর/ইএ/জেআইএম
Advertisement