অর্থনীতি

বাড়তি খরচ ২ হাজার কোটি টাকা শূন্যে নামিয়ে আনবো: বাণিজ্য উপদেষ্টা

বাড়তি খরচ ২ হাজার কোটি টাকা শূন্যে নামিয়ে আনবো: বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে কয়েকটি দেশে বাংলাদেশি পণ্য পরিবহন খরচ দুই হাজার কোটি টাকা বেড়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শিগগির যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে এ খরচ শূন্যের কোঠায় নেবো।

Advertisement

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, এ ট্রান্সশিপমেন্ট বাতিলে আমাদের খরচ প্রায় দুই হাজার কোটি টাকা বেড়ে যাবে। আমরা চেষ্টা করছি, কর্মসূচি নিয়েছি, বাতিলের দিনরাত থেকে আলোচনা করছি।

তিনি বলেন, আমি নিজে পহেলা বৈশাখের সারাদিন বিমানবন্দরে কাটিয়েছি। নিজে বোঝার চেষ্টা করেছি, কীভাবে এ সমস্যা হচ্ছে, কেন আমাদের দেশের পণ্যবাহী কার্গো আরেক দেশের সহায়তা নিয়ে তৃতীয় দেশে যেতে হচ্ছে।

Advertisement

আরও পড়ুনভারত থেকে যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাবাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারতবাংলাদেশ থেকে নেপাল-ভুটানে রপ্তানিতে প্রভাব পড়বে না: ভারত

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আশা করি এটা সমাধান করতে পারবো। আবার গতকাল থেকে আমাকে (বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এটা সেই কর্মসূচিকে গতিশীল করবে। আমি মনে করি, ঠিক যেভাবে বাজারকে পণ্যের বৈচিত্র্যময়, সরবরাহ ঠিক করার মাধ্যমে স্থিতিশীল করেছি, এ কাজও সেভাবে বিমানে পণ্যবাহী কার্গো ঠিকমতো পরিবহন করতে পারবো।

তিনি বলেন, বাড়তি দুই হাজার কোটি টাকা পোষাতে পারবো, এটি শূন্যের কোঠায় নামিয়ে আনবো। আশা করি, একসময় মাইনাস টাকায়ও নিতে পারবো।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফ'র সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সঞ্চালনায় ছিলেন বিএসআরএফ'র সাধারণ সম্পাদক মাসউদুল হক।

এনএইচ/বিএ/জেআইএম

Advertisement