জাতীয়

ইন্টারকন্টিনেন্টাল থেকে যমুনা অভিমুখী সড়কে পুলিশি ব্যারিকেড

ইন্টারকন্টিনেন্টাল থেকে যমুনা অভিমুখী সড়কে পুলিশি ব্যারিকেড

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক দখল করে আন্দোলন করছেন ছাত্র-জনতা। আন্দোলন কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

Advertisement

শনিবার (১০ মে) রাত ১০টায় সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।

ব্যারিকেট এলাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে। ব্যারিকেডের পেছনে পুলিশের ৩টা এপিসি, ২টা জলকামান রাখা হয়েছে।

এর আগে রাত ৯টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের সঙ্গে রয়েছেন ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা।

Advertisement

এই গণজমায়েতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে আমরা শাহবাগ থেকে বাংলামোটর অবরোধ করবো। পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া হবে। তারই অংশ হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে সন্ধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

এনএস/এমআইএইচএস

Advertisement