আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ছাড়া ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। শনিবার (১০ মে) রাত ১০টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্র-জনতার আন্দোলনে একাত্ম প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি।
Advertisement
মাসুদ বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগের গুম-খুনের রাজনীতি ছিল। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী। তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ঘরে ফিরে যাবো না।
এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জুলাই জনতা অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ছাড়াও ছাত্র-জনতা।
গণজমায়েতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে আমরা শাহবাগ থেকে বাংলামটর অবরোধ করবো। পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া হবে।
Advertisement
তারই অংশ হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীর।
ইএআর/এমআইএইচএস