দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎচালিত মোটর দিয়ে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল খায়ের মোল্লা (৪৫) ও জাকারিয়া মোল্লা (২০) নামে দুজন নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল খায়ের ওই এলাকার আতিকুর রহমান মোল্লার ছেলে ও জাকারিয়া একই এলাকার আবু তাহেরের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া কসবা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মোল্লা বাড়ির নিজস্ব মালিকানাধীন একটা পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচতে ছিল। দুপুরে ওই মোটরে কাজ করার সময় দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/জেআইএম