মাঠে গড়াল ভুটান ন্যাশনাল উইমেন্স ফুটবল লিগ। এই লিগে তিন ক্লাবের হয়ে খেলতে গেছেন বাংলাদেশের ১০ ফুটবলার। শনিবার উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল সানজিদা আক্তার, মারিয়া মান্দা আর শামসুন্নাহার সিনিয়রদের থিম্পু সিটি উইমেন্স ফুটবল ক্লাব।
Advertisement
শুরুটা দুর্দান্ত হয়েছে মারিয়া-সানজিদাদের ক্লাবের। প্রথম ম্যাচে তারা ৪-২ গোলে হারিয়ে দিয়েছে ইউজেন একাডেমি উইমেন্স ফুটবল ক্লাবকে।
বাংলাদেশের তিন ফুটবলারই প্রথম থেকে খেলেছেন। ৪ গোলের একটি করেছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার মারিয়া মান্দা। সোমবার মাঠে নামবে মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানীদের ট্রান্সপোর্ট ইউনাইটেড।
সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের পারো এফসির প্রথম খেলা ১৫ মে। তাদের প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ফুটবল ক্লাব।
Advertisement
আরআই/আইএইচএস