দেশজুড়ে

খুলনায় ট্রেন আটকে রেলপথ অবরোধ শিক্ষার্থীদের

খুলনায় ট্রেন আটকে রেলপথ অবরোধ শিক্ষার্থীদের
 

খুলনায় ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

Advertisement

বুধবার (১৬ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস নগরীর বয়রা জংশন এলাকায় পৌঁছালে চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রেনটি আটকে দেন। অ্যাকাডেমিক সুযোগ-সুবিধাসহ ছয় দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা রেলপথ বন্ধ ছিল। পরে দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা এ অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, বেসরকারি পলিটেকনিকসমূহের ল্যাব সুবিধা বৃদ্ধি, অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ প্রদান, ল্যাব সুবিধা প্রদানে ব্যর্থ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের নানা হয়রানির বিষয়ে বোর্ড কর্তৃক যৌক্তিক পদক্ষেপ গ্রহণ।

Advertisement

আরিফুর রহমান/এমএন/জেআইএম