রাজধানীর মিরপুর ১১ থেকে কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ একজন ‘মাদক সম্রাজ্ঞীকে’ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতার নারীর নাম সাথী আক্তার রিক্তা (২৮)। এই নারী ও তার স্বামী সানজিদ হোসেন টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকা ও আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।
Advertisement
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ডিএনসির দক্ষিণ কার্যালয়ের উপপরিচালক মানজুরুল ইসলাম এসব তথ্য জানান।
মানজুরুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে এক কোটি দুই লাখ টাকা সমমূল্যের ৩৪ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথীকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বামী সানজিদ হোসেন পালিয়ে যান। তাকে ধরতে অভিযান চলছে।
তিনি আরও জানান, ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে ঢাকায় প্রবেশ করবে- এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানার মিরপুর ১১ নম্বরের একটি বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ৩৪ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আক্তার রিক্তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাথী জানান, তারা স্বামী-স্ত্রী মিলে ভাড়া ফ্ল্যাট বাসায় মাদক কারবার করে আসছিলেন। সাথীকে সঙ্গে নিয়ে তার স্বামী সানজিদ প্রায়ই টেকনাফে যেতেন ও সেখান থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে ঢাকা ও আশেপাশের এলাকায় পাইকারি সরবরাহ করতেন।
গ্রেফতার সাথী ও তার পলাতক স্বামীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।
টিটি/এসএএইচ
Advertisement