ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দালালদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে এই সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
Advertisement
জানা গেছে, আধিপত্য বিস্তার ও বেসরকারি আইসিইউতে রোগী ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দালাল শাহাদাত হোসাইন নাঈম ও আব্দুল্লাহ আল মাহিম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
শাহাদাত হোসেন নাঈম শ্যামলীর সিটি কেয়ার হাসপাতালের মালিক বলে দাবি করেন। তিনি ঢামেকে নিজস্ব একটি গ্রুপ তৈরি করেন। অভিযোগ রয়েছে তাদের কথার বাইরে গেলে স্টাফদের গালাগালি ও শারীরিক নির্যাতন হুমকি দেন তারা।
আব্দুল্লাহ আল মাহিম ঢাকা মেডিকেলের কিছু লোককে ম্যানেজ করে আইসিইউতে রোগী ভাগিয়ে নেন। তিনিও ঢামেকে নিজস্ব একটি গ্রুপ তৈরি করেন।
Advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক ঢামেক হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, শাহাদাত গ্রুপ ও আব্দুল্লাহ গ্রুপ রাতে ২১১ ও ২১২ এবং জরুরি বিভাগে মহড়া দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে ঢাকা মেডিকেলে তারা কেউ চিকিৎসা নেননি। এসব রোগী ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে প্রায়ই হাসপাতালের ভেতর ও বাইরে মারামারির ঘটনা ঘটে। তবে এ বিষয়ে হাসপাতালের প্রশাসনের কোনো ভূমিকা দেখা যায় না।
এ ঘটনার বিষয়ে মোবাইলফোনে শাহাদাতকে কল করা হলে তিনি বলেন, আপনি আমার সঙ্গে দেখা করেন, সরাসরি কথা বলবো। তবে তিনি মারামারির বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
অন্যদিকে আব্দুল্লাহ আল মাহিনকে মোবাইলফোনে কল দিলে তিনি ফোন ধরেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও নতুন বিল্ডিংয়ের সামনের দিকে মারামারির ঘটনা ঘটেছে। তবে আমরা আসতে আসতেই দুই গ্রুপের পক্ষই হাসপাতাল থেকে চলে যায়। আমরা শুনেছি হাসপাতালের দালালদের দুই গ্রুপে এই মারামারির ঘটনা ঘটে।
Advertisement
কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম