দেশজুড়ে

স্মৃতিস্তম্ভে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা

স্মৃতিস্তম্ভে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা

সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

Advertisement

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সকাল সাতটায় রানা প্লাজা ভবন ধসের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা। মিছিলটি বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে ধসে পড়া রানা প্লাজার সামনে এসে শেষ হয়। পরে সংগঠনের পক্ষ থেকে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ক্ষতিপূরণের আইন সংশোধন করে রানা প্লাজা ও তাজরীনসহ সব আহত ও নিহত শ্রমিকদের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। শ্রমিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।

Advertisement

স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসেন বলেন, রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৮ জন শ্রমিক মারা যান। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু এক যুগেও এই নির্মম হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ হয়নি। যা খুবই দুঃখজনক।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, রানা প্লাজা ধসের পর দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রানা প্লাজা ফান্ডে প্রচুর অর্থ দিয়েছে। অথচ নিহত শ্রমিকদের পরিবারসহ আহত শ্রমিকেরা গত একযুগেও কোনো ক্ষতিপূরণ পায়নি। আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি।

খায়রুল মামুন মিন্টু আরও বলেন, রানা প্লাজার ধসের ঘটনায় ভবন মালিক এক যুগ ধরে জেলে আছেন, বিচার কাজ শেষ হয়নি। কিন্তু কারখানার মালিকেরা দিব্বি বাইরে ঘুরে বেড়াচ্ছেন।

সকাল থেকে রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন শ্রমিক সংগঠন রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

Advertisement

মাহফুজুর রহমান নিপু/এফএ/জেআইএম