চট্টগ্রাম মহানগরীর সিআরবি এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৫ এপ্রিল সকালে সিআরবি গোয়ালপাড়া বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Advertisement
রাস্তা সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে বিলম্ব হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে যাওয়ার বসতির বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে বাস করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, সিআরবি এলাকার গোয়ালপাড়া বস্তিতে ভোরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে গেছে। তবে সরু রাস্তার কারণে ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়েছে।
এমডিআইএইচ/এমআরএম/এমএস
Advertisement