ফরিদপুরে বাস উল্টে সাতজন নিহতের ঘটনায় বাসচালক সুমন গাজীকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। তাকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। এর আগে সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বাসচালক সুমন গাজী ফরিদপুরের নগরকান্দা উপজেলা শংকরপাশা গ্রামের শুকুর গাজীর ছেলে।
Advertisement
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঘটনার পরদিন নিহত ফজিরন নেছার (৬০) ছেলে মো. রুবেল মিয়া ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফজিরন নেছা তার মেয়ের বাড়ি নগরকান্দা থেকে নিজের বাড়ি ফরিদপুরে যাওয়ার উদ্দেশ্যে মুকসুদপুর বাসস্ট্যান্ডে ফারাবি এক্সপ্রেসের বাসে ওঠেন। পরে মহাসড়কের জোয়াইর মোড় এলাকায় এলে বাসচালক সুমন গাজীর বেপরোয়া গতির কারণে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগিয়ে দেন। পরে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ফজিরন নেছাসহ সাতজন নিহত হন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, গ্রেফতার বাসচালককে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালতে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে ৮ এপ্রিল বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুন্ডা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হন। এদের মধ্যে তিন নারী রয়েছেন। আহত হন অন্তত ৩৫ জন।
Advertisement
এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম