আন্তর্জাতিক

অপারেশন সিঁদুর: আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু

অপারেশন সিঁদুর: আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু

পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালে জম্মু-কাশ্মীরে গোলার আঘাতে আহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আরেক সদস্য মারা গেছেন। গত রোববার (১১ মে) মারা যান তিনি।

Advertisement

নিহত কনস্টেবলের নাম দীপক চিংগাখাম (২৫)। তিনি মণিপুরের বাসিন্দা ছিলেন।

গত শনিবার রাতে জম্মুর আরএস পুরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলির ঘটনায় দীপক ছাড়া আরও ছয় বিএসএফ সদস্য আহত হন। তাদের মধ্যে সাব-ইনস্পেক্টর মোহাম্মদ ইমতিয়াজ পরে শহীদ হন। ইমতিয়াজের বাড়ি বিহারের সারণ জেলায়।

আরও পড়ুন>>

Advertisement

ভারত-পাকিস্তান সংঘাত/ সবচেয়ে বেশি ক্ষতি হলো কার, প্রশ্ন কাশ্মীরিদের কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প কাশ্মীরে ফের বিস্ফোরণ, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সেবায় বিএসএফ-এর বীর কনস্টেবল (জিডি) দীপক চিংগাখামের চূড়ান্ত আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই। তিনি আরএস পুরা এলাকায় ১০ মে রাতে গুলিতে আহত হন এবং ১১ মে নিহত হন। বিএসএফ মহাপরিচালক ও সব র‍্যাংকের সদস্যরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জম্মুর পালৌরায় বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তরে দীপকের শেষকৃত্য পূর্ণ সামরিক মর্যাদায় অনুষ্ঠিত হবে।

মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এক্স-এ পোস্ট করে দীপকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, তিনি মণিপুরের এক গর্বিত সন্তান। একজন মেইতেই হিসেবে দীপকের সাহস ও দেশের প্রতি কর্তব্যবোধ আমাদের সমাজের শক্তি ও চেতনার প্রতিফলন।

অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিএসএফ সাব-ইনস্পেক্টর ইমতিয়াজের মৃত্যুতেও শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, তার পরিবারের হাতে রাজ্য সরকারের নীতিমালা অনুযায়ী আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে।

Advertisement

সূত্র: টাইমস অব ইন্ডিয়াকেএএ/