দেশজুড়ে

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেফতার হলেন বগুড়ার ধুনট উপজেলার আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন। নাশকতার তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Advertisement

সোমবার (১২ মে) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে তাকে।

গ্রেফতার বেলাল উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মেহের বক্স সেখের ছেলে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেনের জায়গা প্রতিপক্ষের লোকজন দখল করে নিয়েছে। এ বিষয়ে তিনি রোববার বিকেল ৫টায় থানায় লিখিত অভিযোগ দিতে যান।

Advertisement

পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে নাশকতার তিনটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে।

বিএনপি কার্যালয় ও গাড়ি ভাওচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থানায় এসব মামলা করা হয়।

এসব মামলার বাদী হয়েছেন বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতারা। মামলায় আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Advertisement

এলবি/জেডএইচ/এমএস