দেশজুড়ে

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, তিন অধিদপ্তরের ছুটি বাতিল

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, তিন অধিদপ্তরের ছুটি বাতিল

সুনামগঞ্জে ১৮ এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কায় হাওরের শতভাগ ধান কাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি অধিদপ্তরের সব ছুটি বাতিল করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

তিনি বলেন, ১৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে হাওরের ধান ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ধান পাকার সঙ্গে সঙ্গে তা কর্তন করতে হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির শঙ্কা থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ প্রমুখ।

লিপসন আহমেদ/জেডএইচ/জেআইএম