রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ এলাকার একটি মাদরাসার পেছনের জোড়া খাম্বার মাঝখানে থেকে নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আল-এমরান বলেন, মীরহাজীরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদরাসার পেছনে জোড়া খাম্বার মাঝখান থেকে আনুমানিক একদিন ছেলে নবজাতক মৃত অবস্থায় দেখতে পাই। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, কে নবজাতককে মৃত অবস্থায় ফেলে গেছে জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।
Advertisement
এমআরএম/জেআইএম