বাংলা নববর্ষকে বরণ করতে দুই দিনব্যাপী বৈশাখি মেলার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সেখানে বিভিন্ন আয়োজনের মধ্যে বাঙালি সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরতে বিলুপ্তপ্রায় লাঠিখেলার আয়োজন করেছে সংগঠনটি।
Advertisement
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মাঠে এ খেলার আয়োজন করা হয়। এসময় ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ভিড় জমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অভিভাবকরা।
সরেজমিনে দেখা যায়, ঢাকঢোলের বাজনায় ও গানের তালে তালে লাঠিয়াল বাহিনীর কয়েকজন বিভিন্ন কায়দা অনুশীলন করে দর্শকদের আনন্দ দিচ্ছেন। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। লাঠির দু-মাথায় আগুন জালিয়েও খেলা প্রদর্শন করেন তারা। পরে শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও লাঠি খেলায় মেতে ওঠেন। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবের আমেজ।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, নারীর ক্ষমতায়ন ও রাষ্ট্রের সকল স্তরে নারীদের অংশগ্রহণকে এগিয়ে নিতে দুই দিনব্যাপী বৈশাখি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে পহেলা বৈশাখ উপলক্ষে কনসার্টের আয়োজন ছিল, যেখানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের খেলার আয়োজন রাকা হয়, যার মধ্যে অন্যতম বিলুপ্তপ্রায় লাঠিখেলা।
Advertisement
তিনি আরও বলেন, ছোটবেলায় বাবার সঙ্গে হাটে গেলে এমন খেলা দেখতাম। কালের পরিক্রমায় এ খেলা এখন বিলুপ্তপ্রায়। শিক্ষার্থীদের মাঝে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে এ লাঠিখেলার আয়োজন করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
মনির হোসেন মাহিন/এমএন/জিকেএস
Advertisement