ভ্রাম্যমাণ আদালত দেখে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যকে ধাক্কা দেওয়ার ঘটনায় আবদুল গণি (৪৭) নামে এক থ্রি-হুইলার চালককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে হাটহাজারীর বালুছড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।
Advertisement
আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা। একই অভিযানে পাঁচটি গাড়িকে সাত হাজার টাকা জরিমানা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা ডাম্পিং করার আদেশ দেওয়া হয়। দণ্ডিত আবদুল গণি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন সন্দ্বীপ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে থ্রি-হুইলার চালিয়ে দণ্ডিত আবদুল গণি কর্তব্যরত পুলিশ ফোর্সকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ ওই থ্রি-হুইলারটি আটক করে। বিষয়টি নিশ্চিত করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা।
এমডিআইএইচ/এএমএ
Advertisement