দেশজুড়ে

শেখ হাসিনার ষড়যন্ত্র সফল হবে না: নিতাই রায় চৌধুরী

শেখ হাসিনার ষড়যন্ত্র সফল হবে না: নিতাই রায় চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিদেশি আধিপত্যবাদী শক্তির কোলে বসে শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ পতনের পরে কোনো দেশেই ফ্যাসিস্ট ফিরে আসেনি। তাহলে হিটলার ফিরে আসতো, নমরুদ ফিরে আসত।

Advertisement

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার লাইব্রেরিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, বহু বিদ্রোহের দেশ এই বাংলাদেশ। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শত শত তরুণের তাজা প্রাণের বিনিময়ে এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। তাদের নেতা শেখ মুজিব ১৯৭১ সালে ২৫ মার্চের রাতে যেমন পাকিস্তানি বাহিনীর কাছে স্বেচ্ছায় ধরা দিয়ে বলেছিল, তোরা সব পালা, আমি স্বেচ্ছায় ধরা দেই। পরের দিন সব পালিয়ে গেল।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, কোষাধ্যক্ষ এ এস এম এম মোক্তার কবির খান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, অ্যাডভোকেট ইউনুস আলী প্রমুখ।

Advertisement

এনকেবিএন/এএমএ