ক্যাম্পাস

‘চিকিৎসায় অবহেলায়’ পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

‘চিকিৎসায় অবহেলায়’ পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী এইচ এম আশিকের মৃত্যুর ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

Advertisement

সোমবার (১৪ এপ্রিল) রাতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সই করা এক অফিস আদেশে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়াকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে আছেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান, মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. নিজাম উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে মো. মইন উদ্দিন, নুরে আল ফাহাদ ও মীম সাদাত শাহরিয়ার।

আরও পড়ুন‘চিকিৎসায় অবহেলায়’ পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে ২ মে 

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

এর আগে, সোমবার দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আসিফ বন্ধুদের সঙ্গে দুমকি জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। এরপর তার বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে নিয়ে আসলেও জরুরি বিভাগ ও আইসিইউতে কোনো চিকিৎসক ছিলেন না। হাসপাতালে নেওয়ার ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলে সন্ধ্যার দিকে আসিফকে মৃত ঘোষণা করা হয়। আব্দুস সালাম আরিফ/কেএসআর