খেলাধুলা

লা লিগায় এল ক্লাসিকো ১১ মে, শিরোপার ফয়সালা এই ম্যাচেই!

লা লিগায় এল ক্লাসিকো ১১ মে, শিরোপার ফয়সালা এই ম্যাচেই!

লা লিগায় জমজমাট এল ক্লাসিকো আগামী ১১ মে। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার সেই হাইভোল্টেজ ম্যাচটিতেই হতে পারে শিরোপার ফয়সালা। কেননা এখন পর্যন্ত এই দুই দলের মধ্যেই চলছে ইঁদুর-বেড়াল দৌড়। অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ানোর কথা বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

Advertisement

লিগে দুই দলেরই কেবল সাতটি ম্যাচ বাকি আছে। এখন পর্যন্ত চার পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সা, তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে রিয়াল।

শনিবার বার্সা ১-০ গোলে লেগানেসকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে আলাভেসকে একই ব্যবধানে হারিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।

তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের শেষ চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। ফলে তারা এখন বার্সার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে। সোমবার তারা রিয়াল ভালাদোলিদের বিপক্ষে খেলবে নিজেদের মাঠে, ওয়ান্ডা মেট্রোপলিতানো স্টেডিয়ামে।

Advertisement

দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-বার্সার ম্যাচটি হবে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় লড়াই। লা লিগার আগে ২৭ এপ্রিল সেভিয়ায় কোপা দেল রে’র ফাইনালেও মুখোমুখি হবে দুই দল।

এ মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনা দুইবার রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। অক্টোবর মাসে বার্নাবেউয়ে ৪-০ গোলের জয়ে লিগে জয় পায় হান্সি ফ্লিকের দল এবং জানুয়ারিতে স্প্যানিশ সুপারকাপ ফাইনালে সৌদি আরবে ৫-২ গোলের বড় জয় নিশ্চিত করে।

এই ৪-০ গোলের লিগ জয়টি মৌসুম শেষে দুই দলের পয়েন্ট সমান হলে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ সে ক্ষেত্রে হেড-টু-হেড রেকর্ড অনুযায়ী চ্যাম্পিয়ন নির্ধারিত হয়।

উভয় দল এখনও ত্রিমুকুট (ট্রেবল) জয়ের দৌড়ে রয়েছে, যদিও চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের সম্ভাবনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরে গেছে।

Advertisement

বুধবার বার্নাবেউয়ে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তারা। অন্যদিকে বার্সেলোনা ডর্টমুন্ডের মাঠে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এবং তারা সেমিফাইনালে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে।

শিরোপা যুদ্ধ ক্রমেই উত্তপ্ত হচ্ছে, আর ১১ মে’র ক্লাসিকো হয়তো হয়ে উঠতে পারে এই মৌসুমের মোড় ঘোরানো ম্যাচ।

এমএমআর/এমএস