কাশ্মীরের পাহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটক হত্যাকাণ্ডে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এরই মধ্যে দুই দেশ পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে। এরইমধ্যে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত- নতুন করে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
Advertisement
এবার ভারতে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগ পিএসএলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে একটি ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ২০২৫ সালের পাকিস্তান সুপার লিগের সম্প্রচার তারা ভারতে তাৎক্ষণিকভাবে বন্ধ রাখবে।
ফানকোড নামে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৫ সালের পাকিস্তান সুপার লিগের সম্প্রচার তারা ভারতে তাৎক্ষণিকভাবে বন্ধ রাখবে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বৃহস্পতিবারই, ২৪ এপ্রিল থেকে। অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে ভারতে ফ্যানকোডের মাধ্যমে পিএসএল ২০২৫ দেখা যাবে না।
কাশ্মীরের পাহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পরপরই এ সিদ্ধান্ত নিয়েছে ফানকোড। যেখানে ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন।
Advertisement
ফ্যানকোড-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘পাহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে এবং বর্তমান জাতীয় আবেগকে সম্মান জানিয়ে, আমরা পাকিস্তানভিত্তিক এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সম্প্রচার স্থগিত করছি।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও এই সিদ্ধান্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে, এই পদক্ষেপ ইতিমধ্যেই ক্রীড়া ও রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভক্তদের তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছে এর ফলে পাকিস্তান সুপার লিগের ক্ষতি হবে। অনেকে আবার মনে করে পাকিস্তান সুপার লিগের ক্ষতি মানে সরাসরি পাকিস্তান ক্রিকেটের ক্ষতি হবে। এ পদক্ষেপ নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
আইপিএলে কাশ্মীর হত্যাকাণ্ডের প্রভাব
কাশ্মীরের পাহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রভাব আইপিএলেও দেখা গেছে। বুধবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড়রা পহেলগাঁওয়ের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো ব্যান্ড পরে খেলেন। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং উৎসবমূলক কার্যক্রম যেমন আতশবাজি ও চিয়ারলিডার বন্ধ করা হয়।
Advertisement
মুম্বাই ইন্ডিয়ান অধিনায়ক হার্দিক পান্ডিয়া এ নিয়ে বলেন, ‘আমি প্রথমেই সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি আমার সমবেদনা জানাতে চাই। আমরা, একটি দল এবং ফ্র্যাঞ্চাইজি হিসেবে, এরকম যেকোনো হামলার তীব্র নিন্দা জানাই।’
আইএইচএস/