বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
একজন পাকিস্তানিও ক্ষতির শিকার হলে, ভারতকে এর পরিনাম ভোগ করতে হবে
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পহেলগামে বন্দুকধারীদের হামলার পরিপ্রেক্ষিতে ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোনো ধরনের তৎপরতা চালায়, কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে, তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে। এতে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমরা ভারতের যে কোনো অভিযানের জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।
‘পহেলগামে হামলার টার্গেটরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত’
Advertisement
কাশ্মীরে সাধারণ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে দায় স্বীকার করা দ্য রেজিসট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। এটি কাশ্মীরের একটি বিদ্রোহী গ্রুপ। গ্রুপটি জানিয়েছে, যাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তাদের সঙ্গে ভারতের নিরাপত্তা বাহিনীর সম্পর্ক রয়েছে। অঞ্চলটিতে নিজেদের কার্যক্রম বাড়ানোর কথাও জানিয়েছে এটি।
সিন্ধু চুক্তি স্থগিত, বাতিল ভারতে থাকা পাকিস্তানিদের সার্ক ভিসাও
ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় এবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখালো ভারত। দেশটি পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানিবণ্টন চুক্তি অবিলম্বে স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা দিয়েছে।
ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করলো পাকিস্তান
Advertisement
কাশ্মীরে ‘সন্ত্রাসী হামলার’ ঘটনায় ভারতের নেওয়া পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ‘ঐতিহাসিক শিমলা চুক্তি’ বাতিল করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত যদি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ উসকে দেওয়া, সীমান্ত পেরিয়ে হত্যাকাণ্ড চালানো এবং কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘনের আচরণ থেকে বিরত না হয়, তাহলে পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি (শিমলা চুক্তিসহ) স্থগিত রাখবে।
গোয়েন্দা ব্যর্থতা, নিরাপত্তা ঘাটতি তদন্তের দাবি কংগ্রেসের
কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) এক বিবৃতিতে বলা হয়, যে এলাকায় হামলা ঘটেছে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণাধীন। তাই এই হামলা ঠেকাতে গোয়েন্দা ব্যর্থতা এবং নিরাপত্তা ঘাটতির একটি বিস্তৃত ও স্বচ্ছ বিশ্লেষণ অত্যন্ত জরুরি।
‘ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর ভারতের নেওয়া কূটনৈতিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। সেই সঙ্গে কঠোর পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারবে না ভারতীয় প্লেন
ভারতশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে ভারত। সীমান্ত বন্ধ, কূটনীতিক বহিষ্কারসহ আরও বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় নয়াদিল্লি। তার প্রতিক্রিয়ায় এবার পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তান। এখন থেকে পাকিস্তানের আকাশসীমায় কোনো ভারতীয় উড়োজাহাজ প্রবেশ করতে পারবে না। অর্থাৎ, ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করা হয়েছে।
ইসরায়েল গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এখানেও তাই করা উচিত
ভারতশাসিত কাশ্মীরের অনন্তনাগের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। যারা এ ধরনের উগ্রপন্থা করছেন তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি ২৬ এর বদলে ২৬০ দরকার।
ভারতজুড়ে কাশ্মীরি শিক্ষার্থীদের হুমকি ও নির্যাতনের অভিযোগ
জম্মু ও কাশ্মীর ছাত্র সংঘের আহ্বায়ক নাসির খুইহামি জানান, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে কাশ্মীরি শিক্ষার্থীদের ভাড়া বাসা ও বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ছেড়ে দিতে বলা হয়েছে। হিমাচল প্রদেশের এক বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের দরজা ভেঙে শিক্ষার্থীদের হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। কাশ্মীরি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেন নাসির।
শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিমিয়ার ওপর রাশিয়ার দখল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার জন্য জেলেনস্কিই দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোসালে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেছেন।
গাজায় একদিনে নিহত আরও ৪৫, আহত শতাধিক
স্থানীয় মেডিকেল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, বুধবার সেখানে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও শতাধিক মানুষ। এমন পরিস্থিতিতেই ইসরায়েলের ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা গাজায় খাদ্য ও ত্রাণ ডিপোতে বোমা হামলার প্রয়োজনীয়তার বিষয়ে তার ‘স্পষ্ট অবস্থান’কে সমর্থন করেছে। এর অর্থ দাঁড়ায় গাজায় হামলা আরও জোরদার হতে পারে।
এসএএইচ/জিকেএস