জাতীয়

গণতন্ত্র-ভোটাধিকার পুনরুদ্ধারই হোক নববর্ষে অঙ্গীকার: চসিক মেয়র

গণতন্ত্র-ভোটাধিকার পুনরুদ্ধারই হোক নববর্ষে অঙ্গীকার: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘নতুন বছরই হোক গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষার বছর। আমরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এ বছর যেন আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার বছর হয়।’

Advertisement

সোমবার (১৪ এপ্রিল) নগরীর পাঁচলাইশ আবাসিক কল্যাণ সোসাইটির উদ্যোগে পুরাতন জাতিসংঘ পার্ক প্রাঙ্গণে আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার আমিরুল ইসলাম, রিয়াজুল আনোয়ার চৌধুরী সেন্টু, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ সেলিম, সহ-সম্পাদক সৈয়দ নাজ্জাম আহমদ বাবু, এক্সিকিউটিভ মেম্বার মো. নিজাম উদ্দিন, সৈয়দ নাসিম, মোহাম্মদ নজরুল আজাদ, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ নাদিম আহমদ, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, মো. লোকমান, নুরুদ্দিন আহমেদ রাজা, বদিউল আলম বদি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তব্যের এক পর্যায়ে মেয়র জলবায়ু পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘বৈশাখে যেমন হঠাৎ বৃষ্টি নামে, তেমনি ঋতুগুলোর সীমানা গুলিয়ে যাচ্ছে। আমরা যেমন প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছি, তেমনি হারাচ্ছি রাজনৈতিক ভারসাম্যও।’

Advertisement

অনুষ্ঠানে মেয়র উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আসুন সবাই মিলে একটি গণতান্ত্রিক, মানবিক এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ি।’

এমডিআইএইচ/এমএএইচ/জিকেএস