দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৯৯টি ককটেল-৪০টি পেট্রোলবোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চাকপাড়া সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোলবোমা উদ্ধার করেছে বিজিবি।

Advertisement

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

রাত সাড়ে ৮টায় মহানন্দা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে জানা যায়, দুপুরে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ বিস্ফোরক ভারত থেকে সীমান্ত দিয়ে রাজশাহীতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরে চকপাড়া বিওপির নায়েক মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টহল কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহল দলকে দেখে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যান দুই ব্যক্তি। পরে ক্যারেট দুটি তল্লাশি করে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

Advertisement

সোহান মাহমুদ/ইএ