জাতীয়

বাঁশখালীতে এসএসসির ভুয়া প্রশ্নফাঁস প্রতারণায় যুবক গ্রেফতার

বাঁশখালীতে এসএসসির ভুয়া প্রশ্নফাঁস প্রতারণায় যুবক গ্রেফতার

চট্টগ্রামে চলতি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস প্রতারণায় জড়িত গাজী আদিব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (১২ এপ্রিল) ভোরে চট্টগ্রামের বাঁশখালী থানার পুকুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ বরুমছড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আদিব ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

এ ঘটনায় জড়িত মো. শহীদুল ইসলাম রিমন (২৫) নামে আরেক যুবক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক রিমন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ক্রয়-বিক্রয়ে প্রতারণায় জড়িত থাকার খবর পেয়ে গাজী আদিবকে দক্ষিণ বরুমছড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Advertisement

তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আদিবের কাছ থেকে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি সম্পর্কিত কথোপকথনের রেকর্ডকৃত অডিও ক্লিপ, প্রশ্ন বিক্রয় সংক্রান্ত খুদে বার্তা, গ্রেফতার আদিবের জব্দকৃত মোবাইল ফোনের মেসেঞ্জার গ্রুপের ছয় পাতা স্ক্রিনশট জব্দ করা হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম রিমন নামে আরেক যুবক জড়িত বলে গ্রেফতার আদিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

ওসি আরও বলেন, গ্রেফতার আদিব ও পলাতক রিমনসহ আরও ৬-৭ জন নিজেদের যোগসাজশে ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের ভুয়া প্রশ্নপত্র তৈরি করেন। এসব ভুয়া প্রশ্নপত্র চলতি এসএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্ন দাবি করে আগ্রহী পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এ ঘটনায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতার আদিবকে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয় বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

এমডিআইএইচ/ইএ

Advertisement