দায়িত্ব অবহেলার অভিযোগে শেরপুরের শ্রীবরদীতে সাদেক আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রের দায়িত্বরত চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
Advertisement
একই সঙ্গে অসদুপায় অবলম্বন করায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ রকিবুল হাসান তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেন।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন পরীক্ষা কেন্দ্রের ১ নম্বর কক্ষের পরিদর্শক মো. ইউনুছ আলী ও মো. নুরুন্নবী মোস্তফা নবীন এবং ৪ নম্বর কক্ষের পরিদর্শক মোছা. সোহাগী খাতুন ও মো. লোকমান হোসেন।
Advertisement
অন্যদিকে বহিষ্কার হওয়া দুই পরীক্ষার্থী হলেন মোরাদ মিয়া ও মেহেদী হাসান।
জেডএইচ/জিকেএস