রাজনীতি

ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে: আমীর খসরু

ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে: আমীর খসরু

এ বছরের ডিসেম্বরের আগে সংসদ নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

তিনি বলেন, আমরা বলেছি নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে। যে সংস্কারগুলো নিয়ে ঐকমত্য হবে, সেটা ১৫-২০ দিন বা এক মাসের মধ্যে করে ফেলতে পারবে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

Advertisement

খসরু বলেন, নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে কারণ এখানে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐকমত্য হবে তা সংস্কার হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা প্রত্যেকেই প্রস্তাবগুলো জমা দিয়েছি। সেখানে যা ঐকমত্য হবে সেটা তো আমরা ১৫-২০ দিনে করে ফেলতে পারি। তারপর যে সনদের কথা বলা হয়েছে তাতে যদি ঐকমত্য হয় সেটা সই করা সময়ের ব্যাপার নয়। তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না।

আরও পড়ুন আপনার ওপর আস্থা রাখতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে গ্রহণযোগ্য হবে না: নাহিদ ইসলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, সেখানে অর্থনীতি ও ট্যারিফের বিষয়টা আসছে। আমরা বলেছি, সবাই মিলে ট্যারিফ কীভাবে প্রত্যাহার করা যায়। ট্যারিফ একটা সহনীয় সীমার মধ্যে না আনলে আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে দেশে ও দেশের বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত আছে, যারা সিদ্ধান্ত নিতে পারছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটা নির্বাচিত সরকার আসার পর যে সিদ্ধান্তগুলো সহজে আসবে, জনগণের সমর্থনে থাকা সরকারের সিদ্ধান্ত নিতে যত সহজ হয় এটা তো বিনিয়োগকারীদের জন্য সংক্ষিপ্ত কিছু নয়। এটা দীর্ঘ, মধ্য ও সংক্ষিপ্ত মেয়াদি। স্বভাবতই সবাই অপেক্ষা করছে নির্বাচিত সরকারের পলিসি কী হবে।

বিএনপির অর্থনৈতিক পলিসি কী হবে সেটা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে খসরু বলেন, বিগত দিনে যত সংস্কার হয়েছে বিএনপির সময়ে হয়েছে। অর্থনীতির সংস্কার বিএনপির সময়ে হয়েছে, রাজনৈতিক সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা সব সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সচ্ছলতা আমাদের সংস্কারের কারণে আসছে। আগামী দিনে আমরাও বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে যাবো।

Advertisement

কেএইচ/বিএ/জিকেএস