প্রথম ম্যাচে হারের পর জিতেই চলছিল শুভমান গিলের গুজরাট টাইটান্স। টানা চার জয়ের পর অবশেষে তাদের থামালো লখনৌ সুপার জায়ান্টস। গুজরাটকে ৬ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রিশাভ পান্তের লখনৌ।
Advertisement
লক্ষ্য ছিল ১৮১ রানের। টপঅর্ডারের দারুণ ব্যাটিংয়ে জয় পেতে একদমই কষ্ট হয়নি লখনৌর। ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
ওপেনার এইডেন মার্করাম ৩১ বলে ৫৮, রিশাভ পান্ত ১৮ বলে ২১ রানে আউট হন। ব্যাট হাতে ঝড় তোলেন নিকোলাস পুরান। ৩১ বলে ৬১ রানের ইনিংসে একটি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান ক্যারিবীয় এই ব্যাটার। ২০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন আয়ুশ বাদানি।
এর আগে শাই সুদর্শন আর শুভমান গিলের ওপেনিংয়ে করলেন উড়ন্ত সূচনা। তবে সংগ্রহটা যত বড় হওয়ার কথা, তত হলো না গুজরাট টাইটান্সের। ৬ উইকেটে ১৮০ রানে থেমে যায় গুজরাটের ইনিংস।
Advertisement
টস হেরে ব্যাট করতে নেমে সুদর্শন আর গিল ওপেনিং জুটিতে ১২ ওভারেই ১২০ রান তুলে ফেলে গুজরাট। তবে শেষ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে মাত্র ৬০ রান।
গিল ৩৮ বলে ৬০ আর সুদর্শন ৩৭ বলে করেন ৫৭ রান। এরপরের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। জস বাটলার ১৪ বলে ১৬, ওয়াশিংন সুন্দর ৩ বলে ২, শেরফান রাাদরফোর্ড ১৯ বলে ২২, রাহুল তেয়াতিয়া ১ বলে করেন ০। ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন শাহরুখ খান।
লখনৌর হয়ে ২টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর আর রবি বিষ্ণুই।
এমএমআর/জেআইএম
Advertisement