ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের আশপাশে ইসরায়েলবিরোধী স্লোগানে উত্তাল করে তুলেছে মার্চ ফর গাজা কর্মসূচিতে আগত জনসাধারণ।
Advertisement
শনিবার (১২ এপ্রিল) মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছে দেশের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন স্তরের ছাত্র-জনতা। মূল কর্মসূচি সোহরাওয়ার্দী উদ্যানে থাকলেও আগত জনসাধারণ অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখান থেকে ইসরায়েলবিরোধী নানা স্লোগান দিচ্ছে তারা।
‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ’, ‘আমি কে তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘নেতানিয়াহুর চামড়া, তুলে নেব আমরা’, ‘ইসরাইলি পণ্য, বয়কট বয়কট’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, সহ নানা স্লোগান দেয় আগত ছাত্র জনতা।
এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা, কালেমাখচিত পতাকা ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলিবিরোধী ফেস্টুন দেখা যায়।
Advertisement
আরও পড়ুন
মার্চ ফর গাজার পথে শায়খ আহমাদুল্লাহ এই মুহূর্তে আছি মার্চ ফর গাজার পথে, আপনিও আসুন: আজহারীরায়েরবাগ থেকে আসা মোবাশ্মির হোসাইন নামে একজন জাগো নিউজকে মুহাম্মদ (সাঃ) এর উদ্ধৃতি দিয়ে বলেন, বিশ্বের সব মুসলমান পরস্পর ভাই ভাই। যেখানে এক ভাই আঘাত পেলে অন্য ভাইও কষ্ট পাবে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল কর্তৃক যুগ যুগ ধরে চলমান নির্যাতনের প্রতিবাদ জানাতে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি।
তিনি বলেন, রাসূল (সাঃ) অন্যায় দেখে হাত অথবা মুখ অথবা মন থেকে প্রতিবাদ জানাতে বলেছেন। যেহেতু আমাদের এখন হাত দিয়ে প্রতিবাদ জানানোর সুযোগ নেই তাই আমরা এখানে মুখ দিয়ে প্রতিবাদ জানাতে এসেছি।
কুমিল্লা থেকে আসা উবায়দুর রহমান নামে একজন বলেন, আমরা এখানে বিপুল পরিমাণ উপস্থিতির মাধ্যমে বিশ্বকে জানাতে চাই যে আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। তবে যদি ফিলিস্তিন আমাদের পাশের কোনো দেশ হতো তাহলে আমরা অবশ্যই সশস্ত্র প্রতিবাদ জানিয়ে তাদের পাশে থাকতাম।
Advertisement
এমআরএম/এমএস