বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ মে) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটির অনুমোদন দেন। পুলিশ সদরদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা করা হলো।
এতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি হিসেবে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৯ জন, অর্থ সম্পাদক একজন, সহ অর্থ সম্পাদক একজন, সাংগঠনিক সম্পাদক একজন, সহ-সাংগঠনিক সম্পাদক একজন, দপ্তর সম্পাদক একজন, সহ-দপ্তর সম্পাদক একজন, আইন বিষয়ক সম্পাদক একজন, সহ আইন বিষয়ক সম্পাদক একজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক একজন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক একজন, স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক একজন, সহ স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক একজন, আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক একজন, সহ আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক একজন, জনসংযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক একজন, সহ জনসংযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক একজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একজন, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একজন, মহিলা বিষয়ক সম্পাদক একজন, সহ মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে একজনকে রাখা হয়েছে।
আর সদস্য হিসেবে আছেন ৮১ জন।
Advertisement
কেআর/এমআইএইচএস