অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানালেও এখনই রাজপথ না ছাড়তে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
Advertisement
শনিবার (১০ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানানোর পর হাসনাত এ আহ্বান জানান।
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না।
এর আগে রাত আটটার দিকে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। রাত ১১টার পর বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়টি জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
Advertisement
তিনি বলেনন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এসময় আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পর্কিত উপদেষ্টা পরিষদের লিখিত বিবৃতি পড়ে শোনান তিনি।
হাসনাত বলেন, আমরা পাঁচ আগস্টের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি। তিন দফার একটি দফাও বাস্তবায়ন অসমাপ্ত রেখে আমরা রাজপথ ছাড়বো না।
তিন দফা দাবির মধ্যে রয়েছে
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে; ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে; ৩. ‘জুলাই বিপ্লব’র ঘোষণাপত্র অবিলম্বে জারি করতে হবে।
Advertisement
এনসিপির এ নেতা বলেন, এই দাবিগুলো আমাদের সংগ্রামের মূলমন্ত্র। এগুলো কোনো রাজনৈতিক ছক নয়, এটি শহীদের রক্তের বিনিময়ে গঠিত দাবি। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এমকেআর/এমআইএইচএস