গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৫০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত মার্চের ১৮ তারিখে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজাজুড়ে বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করে। শুধু তাই নয় সেখানে ক্রমাগত নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে চলেছে দখলদার ইসরায়েল।
Advertisement
এখন পর্যন্ত ওই উপত্যকার ৫০ শতাংশ অংশ দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এতে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন অধিকাংশ ফিলিস্তিনি।
জাতিসংঘের এক বিশ্লেষণে দেখা গেছে, গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে গাজায় কমপক্ষে ৩৬টি ইসরায়েলি হামলায় কেবল ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছে।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসালের মতে, ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে কমপক্ষে ৫০০ শিশু নিহত হয়েছে। এদিকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে।
Advertisement
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটা যদি বর্বরতা না হয়, তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই যে এটা কী?
শুক্রবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ১ হাজার ৫৪২ জন নিহত হয়েছে।
আরও পড়ুন: গাজায় হামলায় নিহতের সংখ্যা ৫০৯০০ ছাড়িয়েছে গাজায় থেমে নেই প্রাণঘাতী হামলা, আরও ২৯ ফিলিস্তিনি নিহত সিরিয়ায় সংঘর্ষ এড়াতে আলোচনা শুরু করেছে তুরস্ক-ইসরায়েলএক বিবৃতিতে জানানো হয়েছে যে, গাজায় ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে ৫০ হাজার ৯১২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৫ হাজার ৯৮১ জন আহত হয়েছে। তবে এই উপত্যকার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মোট নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে যারা চাপা পড়েছেন আশঙ্কা করা হচ্ছে তারাও মারা গেছেন।
টিটিএন
Advertisement