দেশজুড়ে

তরমুজ সাদা হওয়ায় দ্বন্দ্ব, দু'জনকে কুপিয়ে জখম

তরমুজ সাদা হওয়ায় দ্বন্দ্ব, দু'জনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট সড়কের লোহাপট্টি এলাকায় তরমুজ নিয়ে বিরোধের জেরে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

আহতরা হলেন- রুবেল ইসলাম রুবু (৩৫) ও আমিরুল ইসলাম (২৭)। রুবেল পৌর শহরের বেলগাছি পাড়ার মৃত দুলালের ছেলে এবং আমিরুল শান্তিপাড়ার সদর আলীর ছেলে। তাদের অবস্থার অবনতি হওয়ায় আমিরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, তরমুজ ফেরত দেওয়া নিয়ে বিক্রেতা ও ক্রেতার মধ্যে দ্বন্দ্ব থেকে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বড় বাজার থেকে একটি তরমুজ কেনার পর তা কাটলে সাদা দেখা যায়। ক্রেতা তরমুজ ফেরত দিতে গেলে বিক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে রাতেই শহরের ফেরিঘাট সড়কের লোহাপট্টি এলাকায় রুবেল ও আমিরুলের ওপর হামলা চালানো হয়।

Advertisement

আহত আমিরুল বলেন, রুবেলের মোটরসাইকেলে বাজারের দিকে যাচ্ছিলাম। ফেরিঘাট সড়কের লোহাপট্টিতে পৌঁছালে হঠাৎ ২০-৩০ জন আমাদের পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, রাতে দুজন রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আসে। তাদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। আমিরুলের একটি পায়ের হাড় ভেঙেছে বলে ধারণা করছি। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি খালেদুর রহমান জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে। অভিযোগ পেয়েছি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

হুসাইন মালিক/এফএ/এমএস