লাইফস্টাইল

মজাদার চিকেন গ্রিল বানিয়ে ফেলুন সহজেই

মজাদার চিকেন গ্রিল বানিয়ে ফেলুন সহজেই

ছোট-বড় সবার খাবারটি পছন্দ। তাই ঘরে বসে বানিয়ে ফেলুন খুব সহজেই। পরিবেশন করুন প্রিয়জনকে। অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই খাবার যে কোনো সময় বানাতে পারেন। এখানে সুস্বাদু গ্রিলড চিকেন লেগ (ড্রামস্টিক) তৈরির একটি রেসিপি উপস্থাপন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া সুলতানা—

Advertisement

গ্রিলড চিকেন লেগ কোয়ার্টার রেসিপি

উপকরণ > ৪টি চিকেন লেগ (ড্রামস্টিক) মোট প্রায় ২-৩ পাউন্ড> ২ টেবিল চামচ মাখন বা সরিষার তেল> ১ টেবিল চামচ লেবুর রস> ১ চা চামচ লবণ> ২ চা চামচ রসুন এবং আদা বাটা> ১ চা চামচ পেঁয়াজ বাটা> আধা চা চামচ গরম মসলা গুঁড়া> আধা চা চামচ মরিচ বাটা> ১ চা চামচ টমেটো সস> ১ চা চামচ চিনি

প্রণালি

প্রথমেই মুরগি পরিষ্কার করে রাখুন। এরপর মাখন বা সরিষার তেল, লেবুর রস, সমস্ত মসলা এবং ভেষজ দিয়ে একটি ঘন মেরিনেড পেস্ট তৈরি করুন। তা মুরগির সাথে মাখিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন।

তারপর চুলায় বসিয়ে মুরগি পরোক্ষ আঁচে (অথবা মাঝারি কম আঁচে) নাড়ুন। ঢাকনা দিয়ে বন্ধ করুন এবং ৩৫ মিনিট রান্না করুন। তারপর মাঝে মাঝে উল্টে দিন।

Advertisement

পরিবেশন

সবশেষে রুটি বা নান বা পরোটার সঙ্গে পরিবেশন করুন। সঙ্গে তাজা সালাদ যেমন- টমেটো, শসা, পেঁয়াজ দিতে পারেন। টমেটো সস বা মেয়নেজও দিতে পারেন।

এসইউ/এমএস